ওঁ কামদেবায় বিদ্মহে, পুষ্পবানায় ধীমহি, তন্নো অনঙ্গঃ প্রচোদয়াত্।
বিশ্লেষণ:
এই মন্ত্রে কামদেবকে আহ্বান করা হচ্ছে কামনা ও প্রেম সংক্রান্ত বিষয়ে সাহায্যের জন্য।
এটি মূলত প্রেম, আকর্ষণ ও হৃদয়ের টান বাড়াতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
সকালে ও সন্ধ্যায় ২*১ বার করে জপ করুন।
যেকোনো শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করা উত্তম।